চাপ সামলাতে না পারায় সাময়িক ব্লাক আউট ফেসবুক

২৯ নভেম্বর, ২০১৯ ০০:৪৯  
‘থ্যাংকস গিভিং ডে’ এর চাপ সামলাতে না পারায় বিশ্বজুড়ে ব্যবহারকারীরা বেশ কিছু সময় ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে সাময়িক অসুবিধায় পড়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়, থ্যাংকস গিভিং ডে উপলক্ষে বৃহস্পতিবার বিপুলসংখ্যক মানুষ ফেসবুকে শুভেচ্ছাবার্তা আদান-প্রদান করেছেন। আর এতেই সার্ভার ডাউন হয়ে ফেসবুক একপ্রকার অচল হয়ে পড়ে। বাংলাদেশসহ বিশ্বের অনেকগুলো দেশেই বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ফেসবুক ব্যবহার করতে না পেরে অভিযোগ জানান অনেক ব্যবহারকারী। পোস্ট শেয়ার করা, মেসেজ আদান-প্রদান করতে পারেননি অনেকে। ফেসবুকের মতো একই অবস্থা হয়েছে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদেরও। ফেসবুক মেসেঞ্জার ব্যবহারকারীরাও একই অভিযোগ জানিয়েছেন। তবে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এ রকম কোনো অসুবিধায় পড়েননি। যুক্তরাষ্ট্র, কানাডাসহ বেশ কয়েকটি দেশে নভেম্বর মাসের শেষ বৃহস্পতিবার এই থ্যাংকস গিভিং ডে উদ্‌যাপন করা হয়। যুক্তরাষ্ট্রে এই দিনটিতে সরকারি ছুটি ঘোষণা করা হয়ে থাকে।